আগরতলা, ত্রিপুরা, ২২ নভেম্বর : রাজ্যের লেম্বুছড়াস্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য ক্যাম্পাস ২২ থেকে ২৪ নভেম্বর, ২০২৩ পর্যন্ত যুব উৎসবের আয়োজন করার বিশেষাধিকার পেয়েছে। যাতে ৬টি প্রতিষ্ঠান বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণ করতে যাচ্ছে। আজ কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে সকাল ১০ টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীসোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের (গুজরাট) উপাচার্য প্রফেসর সুকান্ত কুমার সেনাপতি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হারাধন সাহা মহোদয় যুব উৎসবের প্রাসঙ্গিকতা বিষয়ে আলোকপাত করেন।
প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরের নির্দেশক তিনি তাঁর ভাষণে উল্লেখ করেছেন ত্রিপুরা ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক সমৃদ্ধময় রাজা। এই যুব উৎসবে বর্তমান যুবসমাজে ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যপ্রনালীকে বিকশিত করবে।
বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলি হল রাধামাধব আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় মণিপুর, রাজকুমারী গণেশ শর্মা সংস্কৃত বিদ্যাপীঠম বিহার, শ্রী স্বামী পরাঙ্কুশাচার্য আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়, বিহার, ড. রামজী মেহেতা আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় বিহার, কালিয়াচক বিক্রম সংস্কৃত মহাবিদ্যালয় পশ্চিমবঙ্গ, শ্রীমঙ্গল সংস্কৃত বিশ্ববিদ্যাপ্রতিষ্ঠানম বিহার, শ্রীসীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, সদাশিব ক্যাম্পাস, পুরী এবং কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য ক্যাম্পাস, আগরতলা।