রাজস্থান বিধানসভা নির্বাচন : ভোটব্যাঙ্কের নামে নৈরাজ্য ছড়াচ্ছে কংগ্রেস সরকার, বললেন যোগী আদিত্যনাথ

যোধপুর, ২২ নভেম্বর (হি.স.) : ভোটব্যাঙ্কের নামে নৈরাজ্য ছড়াচ্ছে কংগ্রেস সরকার বলে বুধবার মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বুধবার রাজস্থানের মহামন্দির মটকি মোড়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থনে এক জনসভায় ভাষণে একথা বলেন। তিনি আরও বলেন, রাজস্থানের বর্তমান সরকার দরিদ্রদের নিরাপত্তা দিতে পারে না। প্রায় ত্রিশ মিনিটের ভাষণে যোগী রাজ্যের কংগ্রেস সরকারকে নিশানা করে বলেন, ভোটব্যাঙ্কের জন্য এই সরকারে নৈরাজ্য ছড়ানো হচ্ছে। গরিবরা কোনরকম সুযোগ সুবিধা পাচ্ছে না। এখানে উন্নয়ন পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি। তিনি আরও বলেন, রাম নবমীতে মিছিল নিষিদ্ধ। এই সরকার কারফিউ ও দাঙ্গার সরকার। ডাবল ইঞ্জিন সরকার বিজেপি সরকার, এই সরকার কেবল বিশ্বাসকে সম্মান করতে পারে। রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, এই সরকারের অধীনে কাগজ ফাঁস সাধারণ এবং কাগজ মাফিয়াদের উপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই।

যোগী আদিত্যনাথ জানান, ৫০০ বছর পরে রামলালা তাঁর জায়গায় বসবেন এবং প্রধানমন্ত্রী মোদী নিজের হাতে মন্দিরের উদ্বোধন করবেন। তিনি জনসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী ড. মহেন্দ্র সিং রাঠোর, অতুল বনসালি এবং দেবেন্দ্র যোশীকে জয়ী করতে সভায় বক্তব্য রাখেন। যোধপুরের উন্নয়নের জন্য সাধারণ জনগণের কাছে আবেদন করেন যোগী আদিত্যনাথ। সভাস্থলে তিনি সর্দারপুরার প্রার্থী ড. মহেন্দ্র সিং রাঠোর, সিটি বিধানসভা আসনের প্রার্থী অতুল বনসালি এবং সুরসাগর আসনের প্রার্থী দেবেন্দ্র জোশীকে নির্বাচনে জয়ের জন্য আশীর্বাদ করেন আদিত্যনাথ। সভাস্থলে যাওয়ার আগে যোগী আদিত্যনাথ বিশেষ বিমানে যোধপুর বিমানবন্দরে পৌঁছন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সহ ভারতীয় জনতা পার্টির অনেক বর্ষীয়ান নেতা সেখানে যোগীকে স্বাগত জানান।