ঢাকা, ২০ নভেম্বর (হি.স.): সোমবার বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় জামাতের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরির চেষ্টাও হয়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোটমুখী বাংলাদেশে হিংসা অব্যাহত। বিরোধী দল বিএনপি ও সঙ্গী জামাত শিবিরের তাণ্ডব দেখছে দেশ। পুলিশ সূত্রে খবর, সোমবার শহরের কানুচগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। জামাতের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ পৌঁছলে হরতাল সমর্থকরা কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ টায়ারের আগুন নিভিয়ে ও অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়া শহরের নামাজগড় এলাকায় বগুড়া পৌর জামাতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্ব মিছিল হয়েছে।
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপি ও জামাতের ডাকা বন্ধে রেহাই পাচ্ছে না বাস-ট্রেনও। বন্ধ শুরুর আগেই শনিবার জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। গত ২৮ অক্টোবর থেকে ১৯ নভেম্বর অবধি দেড়শো যানবাহনে (ট্রেনসহ) আগুন দেওয়া হয়। অর্থাৎ বন্ধ-অবরোধ সফল করতে দল দুটির হাতিয়ার হলো আগুন সন্ত্রাস।