বঙাইগাঁও (অসম), ২০ নভেম্বর (হি.স.) : বঙাইগাঁওয়ে লক্ষাধিক টাকার ড্রাগস উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে আটক করা হয়েছে চারজনকে।
জানা গেছে, নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার বঙাইগাঁও জেলার অন্তর্গত বৈটামারি এলাকায় যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে পুলিশ। বাসে তালাশি চালিয়ে গোপন চেম্বার থেকে পুলিশের অভিযানকারী দল উদ্ধার করেছে ৪৩ গ্ৰাম ড্রাগস ভরতি ২৪টি কনটেইনার।
পুলিশের তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, বাসটি ধুবড়ি থেকে যাত্রী নিয়ে গুয়াহাটি যাচ্ছিল। ড্ৰাগস পাচারের অভিযোগে বাসের চালক, হ্যান্ডিম্যান সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।