BRAKING NEWS

খোয়াইয়ে খাদ্য দপ্তরের অভিযানে উদ্ধার বহু মেয়াদোত্তীর্ণ সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৫ জুন৷৷ খোয়াই জেলা খাদ্য দপ্তরের দায় সারা অভিযানে বহু মেয়াদ উত্তীর্ণ খাবার বাজেয়াপ্ত করা হলেও একজন ব্যবসায়ীর বিরুদ্ধেও কোন মামলা নেই৷ শুধুমাত্র সরকারী খাতায় অভিযান করা হয়েছে দেখানোর জন্য কিছু দিন অন্তর অন্তর শহরের ছোট খাটো দোকান গুলিতে হানা দিয়ে কিছু খাবারের সামগ্রী তুলে এনে দায়িত্ব খালাস করছে খোয়াই

Exif_JPEG_420
Exif_JPEG_420

খাদ্য দপ্তর৷ গতকাল রাতে খোয়াই খাদ্য দপ্তরের অফিসাররা একজন ডি জি কে সঙ্গে নিয়ে শহরের কিছু ছোট দোকানে হানা দিয়ে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়, সরিষার তেল, বিসুকট, হরলিক্স আটক করে৷ এছাড়াও কিছু দোকানে হানা দিয়ে উদ্ধার করে বেআইনী মজুত করা পেট্রোল৷ খোয়াই শহরের উপর থেকেই কয়েকটি দোকান থেকে চৌদ্দ কেজি দুশত ওজনের গ্যাস সিলিন্ডার খোয়াই খাদ্য দপ্তর বাজেয়াপ্ত করে কিন্তু একটি ঘটনার ক্ষেত্রেও খোয়াই খাদ্যদপ্তর আইন প্রয়োগ করেন নি অবৈধ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে৷ খোয়াই খাদ্য দপ্তরের এই ধরনের লোক দেখানো অভিযানে নিয়ে সাধারণ মানুষ বলছেন শহরের বেআইনী বড় ব্যবসায়ীদের সঙ্গে খোয়াই খাদ্য দপ্তরের গোপন বুঝাপড়া রয়েছে৷ খাদ্য দপ্তর কোন সময়ই বড় মজুত দার ব্যবসায়ীদের দোকানে হানা দেন না৷ অথচ ঐ বড় ব্যবসায়ী ও মজুতদার এর গোদামে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীর অভাব নেই৷ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী ঐ বড় মজুতদাররা ভাল মার্জিন দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন৷ আর খোয়াই খাদ্য দপ্তর কিছু দিন পরপরই ঐ ক্ষুদ্র দোকান গুলিতে হানা দিয়ে বড় মজুতদারদের সতর্ক করে দিচ্ছেন মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী কাছে থাকলে তা সরিয়ে নেওয়ার জন্য৷ সবচাইতে আশ্চর্য্য জনক বিষয়, খোয়াই খাদ্য দপ্তর এই অভিযান চালানোর সময় চার চারটি বেআইনী ভাবে ব্যবহার করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করলেও একজন ব্যবসায়ীর বিরুদ্ধেও আইনগত  ব্যবস্থা নেয়নি৷ খোয়াই খাদ্য দপ্তরের এই দ্বিচারিতা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *