গুয়াহাটি, ১৮ নভেম্বর (হি.স.) : অরুণাচল প্ৰদেশে সংঘটিত সড়ক দুৰ্ঘটনায় নিহতদের উদ্ধার করে শনাক্ত করা হয়েছে। তাঁরা কোকরাঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁও মহকুমার চার বাসিন্দা। দুৰ্ঘটনায় নিহতদের গোসাঁইগাঁও থানার গাড়িচালক হাব্ৰুবিল নেপালপাড়া এলাকার নিৰ্মল হেমরম, শ্ৰীরামপুরের খ্ৰিস্টফার হেমরম, অভিজিৎ হেমরম এবং লক্ষ্মীনাথ কিস্কু বলে শনাক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার অসমের এই দল অরুণাচল প্ৰদেশের পশ্চিম কামেং জেলায় খ্রিষ্ট ধৰ্মাবলম্বীদের একটি অনুষ্ঠান শেষ করে ১৩ নম্বর জাতীয় সড়ক দিয়ে নিজেদের এএস ১৬ জে ০৮৭১ নম্বরের কারে করে অসমের গোসাঁইগাঁওয়ের স্বগৃহে ফিরছিলেন। কিন্তু আচমকা পাহাড় থেকে ধস নেমে চার যাত্রীবাহী গাড়িকে রাস্তা থেকে পাশের খাদে ফেলে দেয়।

