ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। আগামীকাল থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। প্রতিপক্ষ চন্ডিগড়। ওই রাজ্যের সেক্টর ১৬ মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। সবুজ ঘাসে ভরা ওই রাজ্যের ২২ গজ। তাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৬ ব্যাটসম্যান এবং ৫ বোলার নিয়ে দল সাজাবে ত্রিপুরা। ম্যাচের ২৪ ঘন্টা আগে ৫ ব্যাটসম্যান ঠিক করা হলেও ষষ্ঠ ব্যাটসম্যান কে হবে তা চূড়ান্ত হয়নি। আপাতত যে সিদ্ধান্ত প্রথম একাদশে ব্যাটসম্যান হিসাবে থাকবেন অধিনায়ক দ্বীপজয় দেব, সহ অধিনায়ক দেবাংশু দত্ত, দীপঙ্কর ভাটনগর,সপ্তজিৎ দাস এবং প্রীতম দাস। ষষ্ঠ ব্যাটসম্যান হিসাবে থাকতে পারেন ধৃতিমান নন্দী। জোরে বোলার হিসাবে প্রথম একাদশে খেলবেন দ্বীপায়ন দাস, অভিক পাল এবং বিশাল সিনহা। স্পিনার হিসাবে থাকবেন রাকেশ রুদ্রপাল এবং অর্কজিৎ রায়। যেহেতু সবুজ ঘাসে ভরা ২২ গজ, তাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টসে জয়লাভ করলে প্রথমে ফিল্ডিং নেবে ত্রিপুরা। বৃহস্পতিবার সকালে প্রায় ২ ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। সেক্টর ১৬ মাঠেই। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘসময় নেটে অনুশীলন করেন ব্যাটসম্যান-রা। মরশুমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভরাডুবি খাচ্ছে ত্রিপুরা। ওই অবস্থায় সবুজ উইকেটে ত্রিপুরার ব্যাটসম্যান-রা কতটা লড়াই করতে পারবে তা নিয়েও দেখা দিয়ছে সন্দেহ। ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট আশা করছেন, ছেলেরা ৪ দিনের ম্যাচে ঘুরে দাড়াবেই।
2023-11-16