নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৪ নভেম্বর : রাজ্যপা বুধবার সকালে আমবাসায় বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচিতে সরকারি প্রকল্প ও পরিষেবা সমূহের তথ্য সমৃদ্ধ ভ্রাম্যমান প্রচার বাহনের সূচনা করবেন।
এই ভ্রাম্যমান প্রচার বাহন কুলাই আর এফ ও রাইপাশা ভিসির বিভিন্ন এলাকা পরিক্রমা করবে। আজ মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে ধলাই জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সবাল একথা জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বিকশিত ভারত সংকল্প যাত্রার পাশাপাশি এদিন ধলাই জেলাভিত্তিক জনজাতীয় গৌরব দিবস উদযাপন ও প্রতি ঘরে সুশাসন ২০ অভিযানেরও সূচনা হবে।
2023-11-14