মুম্বই, ১৪ নভেম্বর(হি.স.): রাত পোহালেই সেমি ফাইনাল। গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডের সঙ্গে। কিন্তু তার দুদিন আগে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের ম্যাচে মহম্মদ সিরাজের যে চোট গলায় লেগেছিল সেই চোট দলের সমস্যা বাড়িয়ে দিয়েছে। সেদিন ডাচদের বিরুদ্ধে ক্যাচ নিতে গিয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান সিরাজ।
সেই দিন ম্যাচের ১৫তম ওভারে কুলদীপ যাদবের বলে ক্যাচ মিস করেন মোহাম্মদ সিরাজ। সেই মিস হওয়া ক্যাচে চোট পান সিরাজ। হাই ক্যাচ নেওয়ার সময় সিরাজ তার দুই হাত গলার খুব কাছে রেখেছিলেন। বলটি সিরাজের হাত থেকে বেরিয়ে গিয়ে সোজা তার গলার কাছে আঘাত করে। এরপর ভারতীয় বোলারকে ব্যথায় এখন ভুগতে হচ্ছে।
পুরো ঘটনাটা ভিডিও শেয়ার করেছে আইসিসি। ভিডিওতে স্লো মোশনে দেখানো হয়েছে কীভাবে বল সিরাজের গলায় আঘাত করে ক্যাচ নেওয়ার সময়।