উত্তর ২৪ পরগনা, ১৪ নভেম্বর (হি.স.): নৈহাটির বড়মার কাছে পুজো দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে বড়মার কাছে যাবেন তা মঙ্গলবার সকাল থেকেই জানা যাচ্ছিল। সেই মতো এদিন দুপুরে নৈহাটিতে বড়মার পুজোস্থলে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রথমে বড়মার মাটির প্রতিমায় পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বড়মার নবনির্মিত মন্দিরে ঢোকেন। দেখেন বড়মার নতুন কষ্টিপাথরের তৈরি মূর্তি। সেখানও গিয়ে প্রতিমার সামনে বসে পুজোয় অংশ নেন তিনি।
অভিষেকের এই সফরকে ঘিরে আঁটসাঁট নিরাপত্তাপ চাদরে মুড়ে ফেলা হয় বড়মায়ের গোটা মন্দির চত্বর। প্রসঙ্গত, এর আগে মন্দির উদ্বোধনের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছিল। যদিও সেদিন তিনি উপস্থিত থাকতে পারেননি।
মঙ্গলবার অভিষেকের পাশেই দেখা যায় তাপস রায়, অর্জুন সিংকেও। এছাড়াও দেখা যায় পার্থ ভৌমিক, ব্রাত্য বসুর মতো নেতা মন্ত্রীরাও।