বঙাইগাঁও (অসম), ১৪ নভেম্বর (হি.স.) : বঙাইগাঁও জেলার অন্তর্গত যোগীঘোপায় নিশিতা ইটভাটার খাদে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজি শিশু দিবসের দিন এক শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যোগীঘোপায়।
জানা গেছে, নিহত শিশুকে মানিকপুর নাচনগুড়ির বাসিন্দা জনৈক রহমান আলির আড়াই বছরের ছেলে কাশিনুর রহমান বলে শনাক্ত করা হয়েছে। শিশু কাশিনুরের মা নিশিতা ইটাভাটায় কর্মরত শ্ৰমিক। মা যখন ইট তৈরিতে ব্যস্ত, তখন শিশুটি খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে খাদ থেকে তুলে বঙাইগাঁও অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।