উত্তর ২৪ পরগনা, ১৪ নভেম্বর (হি.স.)। ফের উত্তপ্ত ভাটপাড়া। প্রকাশ্যে সাংসদ বিধায়ক গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে। এর জেরে মঙ্গলবার এলাকা ছিল থমথমে। ছিল পুলিশ পাহারা।
সোমবার রাতে মেঘনা মোড় এলাকায়। অর্জুন সিংয়ের আত্মীয় সঞ্জয় সিংয়ের সঙ্গে ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত সিংহের গন্ডগোল বাধে। দু-পক্ষ একে অপরের দিকে গুলি চালানোর অভিযোগ করে।
যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে জগদ্দল থানার পুলিশ। ঘটনায় কাউন্সিলরের পুত্র নমিত সিংহ-সহ দুপক্ষের মোট ৯ জনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ।
প্রসঙ্গত, সম্প্রতি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল তৃণমূল কাউন্সিলর। দলের নাম ভাঙিয়ে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল। যদিও এই নিয়ে, মুখ খুলতে চাননি পুরসভার চেয়ারম্যান। তৃণমূল কাউন্সিলর দুর্নীতির অভিযোগ করায় তোপ দেগেছিল বিজেপি। পাশাপাশি পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরেও সামনে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।