কংগ্রেসে যোগদান প্রাক্তন জঙ্গি নেতা বাবুল হোজাইয়ের

হাফলং (অসম), ৬ নভেম্বর (হি.স.) : কংগ্রেস দলে যোগ দিলেন প্রাক্তন জঙ্গি নেতা বাবুল হোজাই। সদ্য অস্ত্র সংবরণ করে জাতীয় জীবনের মূলস্রোতে ফিরেছিলেন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) জঙ্গি সংগঠনের প্রাক্তন নেতা বাবুল হোজাই।

রবিবার বিকেলে হাফলঙে রাজীব ভবনে অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য, ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার এবং কংগ্রেসের অন্য নেতা-কর্মীর উপস্থিতিতে প্রাক্তন জঙ্গি নেতা বাবুল হোজাই কংগ্রেস দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।
কংগ্রেসে যোগদান করে বাবুল হোজাই জানান, আগামী কিছু দিনের মধ্যে ডিএনএলএ জঙ্গি সংগঠনের আরও কয়েকজন প্রাক্তন সদস্য দলে যোগ দেবে। বর্তমানে ডিমা হাসাও জেলায় নির্বাচনের হাওয়া বইছে।

আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনও রাজ্যের নির্বাচন কমিশন নির্বাচনের দিন-তারিখ ঘোষণা না করলেও সব কয়টি রাজনৈতিক দল নির্বাচনের লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *