নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর : ফের উচ্ছেদ অভিযান রাজধানীতে। জিবি বাজার থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তা প্রশস্ত করতে জিবি বাজারের কিছু দোকান উচ্ছেদ করা হয়েছে। মূলত জিবি বাজারকে সাজিয়ে তোলার জন্যই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে পরিদর্শনকালে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। তিনি এও জানিয়েছেন, যেসকল ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসনের জন্য চিন্তাধারা করছে পুর নিগম।
পুর নিগমের উদ্যোগে জিবি বাজার এলাকায় বিভিন্ন অসুবিধা নিঃসরণে রাস্তা প্রশস্ত করার জন্য এই উচ্ছেদ অভিযান করা হয়েছে। মূলত বাজার এলাকায় জায়গার অভাবে পারকিং- এর জন্য জায়গার অভাব দেখা দেয়। সেই সহ বেশ কিছু কারনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শুক্রবার পুর নিগমের কাজ চলাকালীন সময়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জিবি বাজার এলাকা পরিদর্শন করেছেন। উনার সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক পাপিয়া দত্ত, এলাকার কর্পোরেটর জয়া ধানুক সহ অন্যান্যরা। এদিন মেয়র গোটা বাজার এলাকা পরিদর্শন করেছেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দ্রুত কাজ সম্পন্ন করার জন্য। মেয়র বলেন, যেসকল ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে তাদের বিষয়ে পুর নিগম পুনর্বাসনের ব্যবস্থার চিন্তা ধারা করবেন বলেও জানিয়েছেন।

