নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়জন করা হয়েছে আজ। ৩ রা নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে সামনে রেখে আগরতলা মেলারমাঠ ছাত্র যুব ভবনে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরের এদিন উদ্বোধন করছেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন সম্পাদক অমল চক্রবর্তী, বর্তমান সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা।
এছাড়া ডিওয়াইএফআই- এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জিরানিয়া বিভাগীয় কমিটির উদ্যোগেও সি আই টি ইউ-র রাজ্য দপ্তরে আরও এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেই উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ অন্যান্যরা।
এদিন দুটি রক্তদান শিবিরেই উপস্থিত নেতৃত্বরা রক্তদাতাদের উৎসাহিত করেছেন এই মহৎকাজে। এদিন বক্তব্য রাখতে গিয়ে পবিত্র কর বলেন, মূলত ছাত্র-যুব আন্দোলনকে শক্তিশালী করতেই ডিওয়াইএফআই এর জন্ম হয়েছিল। এই আন্দোলন আজও অব্যাহত। তিনি বলেন, বর্তমান সরকার যুবদের কাজের ক্ষেত্রে যে অব্যবস্থাপনা তৈরি করেছে, তার বিরুদ্ধে সজাগ হতে সকল যুবকদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন।