নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর : প্রতাপগড় এলাকায় নিজ ঘর থেকে উদ্ধার এক কাঠমিস্ত্রির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম পুরন সূত্রধর। বাড়ি জিরানিয়াতে হলেও বেশ কিছুদিন ধরে সে পরিবারের সকলকে নিয়ে প্রতাপগড় চিড়ারমিল এলাকায় ভাড়া থাকত বলে জানা গেছে।
মৃত ব্যক্তির ছেলে জানিয়েছেন, এইদিন সকালে সে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে। পূরণ সূত্রধরের স্ত্রীও বাড়িতে ছিলেন না। সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার বাবা বাড়িতে আসে। পরবর্তী সময় সে বাড়িতে এসে দেখে তার বাবার ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না দেওয়ায় সে ঘরের জানালা দিয়ে দেখতে পায় তার বাবা ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায়। পরে খবর দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। মৃত ব্যক্তির ছেলে আরও জানায় পূরণ সূত্রধর পেশায় কাঠমিস্ত্রি ছিল। দীর্ঘ প্রায় তিন মাস তিনি জেলে ছিলেন। দুর্গাপূজার সময় তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে আসেন। তবে পূরণ সূত্রধর কেন আত্মহত্যা করেছে সে ব্যাপারে পরিবারের সদস্যদের কোনো ধারনা নেই বলেই জানিয়েছেন। এদিকে এই ঘটনায় মৃত পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।