চেন্নাই, ২৩ অক্টোবর (হি.স.) : চেন্নাইয়ের মেদাভাক্কামে একটি বৈদ্যুতিক গোডাউনে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আগুন নেভাতে দমকল কর্মীদের সময় লেগেছে প্রায় চারঘন্টা। আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকর্মীদের।
জানা গিয়েছে, সোমবার সকালে একটি টায়ার তৈরির গোডাউনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পর কোম্পানির কমপ্লেক্স এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি। কারণ নতুন টায়ার সংরক্ষণের জন্য গোডাউনে সকাল সাড়ে ৮টা নাগাদ সেরকম কেউ উপস্থিত ছিল না। তাই অনেক প্রাণ বেঁচে গেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। যদিও টায়ার কোম্পানির তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পুলিশ এখনও পর্যন্ত কোনও তথ্য দেয়নি।