আগরতলা , ২১ অক্টোবর: আজ মহাসপ্তমী। পুজোর আনন্দে মাতোয়ারা গোটা ত্রিপুরাবাসী। তবে, মহাপঞ্চমীর দিনেই অনেক মণ্ডপ খুলে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য ।ধর্মীয় রীতি মেনে রাজ্যের বিভিন্ন পুজো প্যান্ডেল, আগরতলা দূর্গা বাড়ি সহ বহু গৃহস্থে চলছে দেবী দুর্গার পুজো। প্যান্ডেলগুলিতে রং ও আলোকসজ্জার আয়োজন মানুষকে আকৃষ্ট করছে।
প্রসঙ্গত, বুধনের শুরুতেই জনস্রোতে ভাসলো তিলোত্তমানগরী। সন্ধ্যে থেকেই পূজা মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছিল। তবে, মহাপঞ্চমীর দিনেই অনেক মণ্ডপ খুলে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য। এদিন থেকেই রাস্তায় ভিড় জমতে শুরু হয়। একদিকে পুজো মণ্ডপের উদ্বোধন পূজা পাঠ অন্যদিকে প্যান্ডেল প্রতিমা দেখার জন্য উৎসুক জনতার স্রোত বইছে বনেদি ক্লাবগুলোতে।
প্রকৃতি দুহাত তুলে স্বাগত জানাচ্ছে আগমনীর জয়ধ্বনিকে। মানুষও তার হাসিমুখে পাথেয় করে উৎসবের আনন্দ উপভোগ করলেন রাতভর। অপার আনন্দে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে। বিভ্রান্ত পথিককে সামাল দিতে হিমশিম খাচ্ছেন পুলিশ ও ট্রাফিক। কেবল পায়ে হেঁটে কেউই দু চাকার জানে কেউবা চার চাকার গাড়িতে করে উৎসবের আনন্দ উপভোগ করলেন । প্রতিটি ক্লাবেই প্যান্ডেলের ও প্রতিমার ছবি মোবাইল বন্দী করে রাখলেন উৎসবমুখর মানুষ। মাঝে মধ্যে ফ্রেশের আলো চোখ ঝলসে ওঠে। সেলফি তোলার ধুম ছিল প্রতিটি প্যান্ডেলে। যদিও এই বিষয়ে নতুনত্বের কিছু নেই। আজ মহাসপ্তমী। মহাসপ্তমীর পূর্ণ তিথিতে দূর্গা বাড়িতে পুজার্চনায় মগ্ন ভক্তরা।