নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ অক্টোবর : মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রবিবার কোয়াইফাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এক রক্তদান শিবির।
শান্তির বাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রগতি ফার্মাস ক্লাবের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই রক্তদান শিবিরের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। উদ্ভোধকের পাশাপাশি আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, প্রদীপ বরন রায় অল ত্রিপুরা ফারর্মাস ক্লাবের ত্রিপুরা রাজ্য সভাপতি ও ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক, জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বিজেপির দক্ষিন জেলার সহ সভাপতি চেথই মগ সহ অন্যান্যরা।
আজকের এই রক্তদান শিবিরে মোট ৪৫ জন রক্তদান করেন। আজকের রক্তদান শিবির সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান আগে সকলে জানতো কৃষকরা অন্নদাতা বর্তমান সময়ে আজকের দিনে জানা যাচ্ছে কৃষকরা রক্তদাতা। রক্তের কোনো বিকল্প ব্যাবস্থা নেই তাই রক্তসংকট মেটাতে সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে। আগে জনজাতি অংশের লোকজনেরা রক্তদানে ভয় পেতো। আজকের এই রক্তদান শিবিরে জনজাতি অংশের লোকজনেরা রক্তদানে এগিয়ে এসেছেন। মন্ত্রীর উপস্থিতিতে এই রক্তদান শিবিরে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
2023-10-08