নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ অক্টোবর : রবিবার মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রবিবার কোয়াইফাং কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে এক যোগদানসভা। এদিন বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে ১১৪ জন ভোটার। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে ডলে স্বাগত জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।
জোলাইবাড়ী কেন্দ্রে বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন মন্ডল সভাপতি অজয় রিয়াং।এতে মূল লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানো ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে বিরোধী মুক্ত বিধানসভা হিসাবে গঠন করা। এই দুইটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে মন্ডল সভাপতি অজয় রিয়াং। মন্ডল সভাপতির উদ্যোগে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিরোধী শূন্য করতে প্রতিনিয়ত অনুষ্ঠিত করা হচ্ছে যোগদানসভা।
রবিবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং কমিউনিটি হলে মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে এক যোগদানসভার আয়োজন করা হয়। এই যোগদানসভায় তিপ্রা মথা ও সি পি আই এম দল ত্যাগ করে ১১৪ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরন করে নেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। আজকের এই অনুষ্ঠানে কৃষি ও বিদ্যুৎ দপ্তেরর মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, প্রদীপ বরন রায় অল ত্রিপুরা ফারর্মাস ক্লাবের ত্রিপুরা রাজ্য সভাপতি ও ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক, জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বিজেপির দক্ষিন জেলার সহ সভাপতি চেথই মগ, যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী সহ অন্যান্যরা। আজকের এই যোগদানসভায় বক্তব্যরাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন ও বিগত বাম আমলের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন। রাজ্যের সার্বিক উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বিশেষ আহব্বান জানান বক্তারা।