ইটানগর, ৫ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশের ক্রীড়ামন্ত্রী মামা নাতুংয়ের ব্যক্তিগত বাংলোর গার্ড রুমে গুলিবিদ্ধ অবস্থায় রাজ্য পুলিশের জনৈক কনস্টেবলের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটি ১ নম্বর এএপি ব্যাটালিয়নের কনস্টেবল কাবাক সোনির বলে শনাক্ত করেছে পুলিশ। কাবাক সোনি সেনকি ভিউতে ক্রীড়ামন্ত্রী নাতুংয়ের ব্যক্তিগত বাংলোয় সেন্ট্রি হিসেবে নিয়োজিত ছিলেন।
মৃত জওয়ানের দেহে একটি বুলেটের ক্ষত রয়েছে। এই ক্ষত দেখে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ এই সন্দেহ করলেও মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত চলছে। অবশ্য পুলিশের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
পুলিশের এক সূত্রের দাবি, ঘটনাটি আজ বৃহস্পতিবার ভোররাত ১-টা থেকে ৩-টার মধ্যে সংঘটিত হয়েছে। নিহতের মাথায় ৯ এমএম কারবাইন মেশিনগান থেকে একটি গুলি ছোঁড়া হয়েছিল। মৃতদেহের পাশে একটি খালি কার্তুজও উদ্ধার করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে নিতি বিহার থানায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।
এএপি ব্যাটালিয়নের কনস্টেবল কাবাক সোনির মৃতদেহ নাহরলগুনে অবস্থিত তমো রিবা ইনস্টিটিউট অব হেল্থ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স-এ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন নিতি বিহার থানা কৰ্তৃপক্ষ।

