আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। আগামী ১ অক্টোবর কেন্দ্রীয় সরকার ও বিজেপি- স্বচ্ছতা অভিযান নামে এক মেগা কর্মসূচী হাতে নিয়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদী স্বচ্ছতাকে জাতীয় বৈশিষ্ট্য হিসাবে তুলে ধরার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। প্রতিবছর বিভিন্ন সময় , বিভিন্ন মাধ্যমে সমাজকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা চলছে। প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে মেগা কর্মসূচি নেওয়া হয় স্বচ্ছতাকে কেন্দ্র করে। মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন আগামী ১ অক্টোবর শ্রম দান করে স্বচ্ছতা অভিযানকে সফল করার জন্য। তিনি আরো জানান স্বচ্ছতা অভিযান কর্মসূচীকে কেন্দ্র করে রাজ্য বিজেপি-র বুথ ইউনিট থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সাংসদ পর্যন্ত সকলে যেন এক ঘণ্টা শ্রমদান করে স্বচ্ছ অভিযানে সামিল হয় তার জন্য বলা হয়েছে। সমস্ত স্থানে স্বচ্ছতা অভিযান করার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে । ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোরব পর্যন্ত সেবাপাক্ষিক পালন করা হচ্ছে। আগামী ২ অক্টোবর জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তাঁকে কেন্দ্র করে প্রত্যেক নাগরিক যেন খাদি বস্ত্র ক্রয় করেন তার আহ্বান জানান বিজেপি-র রাজ্য সহ-সভাপতি তাপস ভট্টাচার্য।