হোজাই (অসম), ২৮ সেপ্টেম্বর (হি.স.) : হোজাই জেলার অন্তর্গত লংকায় সংঘটিত এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের। একই দুর্ঘটনায় আরও দুজন গুরুতরভাবে আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সকলেই দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার অন্তর্গত পাঁচগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহত দুজন রিয়াজ আলি ও সাবির আহমেদ এবং আহতদের সুমন্ত সিং এবং দ্বীপন সিং বলে শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনাটি আজ বৃহস্পতিবার সকালে লংকার বামুনগাঁও ফরেস্টগেট এলাকায় সংঘটিত হয়েছে।
জানা গেছে, এএস ১১ ডব্লিউ ৫৮০০ নম্বরের একটি টাটা নেক্সন গাড়িতে করে পাঁচগ্রামের চার বাসিন্দা গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু লংকায় প্রথমে একটি কালভাৰ্টের সঙ্গে ধাক্কা লাগে দুরন্ত গাড়িটির। নিয়ন্ত্ৰণ হারিয়ে ফের ধাক্কা লাগে চারলেনযুক্ত সড়কে বিদ্যমান আরেকটি কালভাৰ্টে।
স্থানীয় প্ৰত্যক্ষদৰ্শীরা ছুটে গিয়ে গাড়ির ভিতর থেকে চার আরোহীকে উদ্ধার করে নিয়ে যান জোড়াপুখুরি অসামরিক হাসপাতালে। হাসপাতালে দুজনকে মৃত বলে ঘোষণা করে অন্য দুজনের প্রাথমিক চিকিৎসা করে রেফার করা হয় গুয়াহাটিতে।