কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : মাস পেরোলেই উমা মা আসছেন। এদিকে মহানগরে ডেঙ্গি ও ম্যালেরিয়া ক্রমশ উদ্বেগ বাড়িয়ে তুলছে। ডেঙ্গি ভয় ধরাচ্ছে এবার কলকাতাতেও ।
মূলত এতদিন যেখানে উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল, এবার সেই তালিকায় সামিল কলকাতাও। আক্রান্তর সংখ্যা বাড়তেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে নিজেই নেমেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। মশার তেল স্প্রে করার সঙ্গে আজ ড্রোন উড়িয়েও খোঁজা হচ্ছে মশার লার্ভা।
পরিস্থিতি খতিয়ে দেখতে ফের পথে নামলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এদিন যাদবপুরের কাছে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে যান কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরাও। ১০২ নম্বর ওয়ার্ডে ১২ বিঘা জমির ওপর কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি। দীর্ঘদিন ধরে বন্ধ কারখানায় আগাছার জঙ্গল।
পাহাড়-প্রমাণ আবর্জনা জমেছে। ফুটো ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ে কারখানা চত্বর মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে মনে করছে পুরসভা। এতদিন যাবৎ মশার লার্ভা নিধনে এলাকা পরিষ্কার, নর্দমায় স্প্রে করার পাশাপাশি জমা জল জমতে না দেওয়া নিয়ে সচেতনা জারি করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, দুর্গাপুজোর আগে এই মুহূর্তে কোনওভাবেই ঝুঁকি নিতে রাজি নয় কলকাতা পুরসভা। তাই এদিন মশার তেল স্প্রে করার পাশাপাশি, ড্রোন উড়িয়ে খোঁজা হচ্ছে মশার লার্ভা।