ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২০ সেপ্টেম্বর।। বড় গোলের ব্যবধানে জয়ী আনন্দমার্গ একাদশ। আশাপাড়া এফ সি কে ৯–০ গোলে হারিয়ে জয়ী হয়েছে আনন্দমার্গ একাদশ। খেলার শুরু থেকে আনন্দমার্গ চাপে রাখে আশাপাড়া এফ সি দলকে। বুধবার বিকেলে কাঞ্চনপুর পঞ্চায়েত মাঠে মুখোমুখি হয় আশাপাড়া এফ সি বনাম আনন্দমার্গ একাদশ। খেলার প্রথমার্ধে ৪–০ গোলে এগিয়ে যায় আনন্দমার্গ। দ্বিতীয়ার্ধে আরও ৫ টি গোল করে ৯–০ গোলে এগিয়ে যায় আনন্দমার্গ একাদশ।এর পর পুরো মাঠ ছিল আনন্দমার্গ দখলে। আশাপাড়া এফ সি দলের লক্ষভ্রষ্ট শটের ফলে আশাপাড়ার খেলোয়াড় একাধিকবার ব্যর্থ হয়েছে।এদিন বিকেলে পঞ্চায়েত মাঠে কাঠ ফাটা রোদের মধ্যে কানায় কানায় দর্শকের উপচেপড়া ভিড়। তিল ধরানোর জায়গা ছিলনা।খেলা শুরু থেকে দর্শকরা একটি জমজমাট ফুটবল ম্যাচ দেখবেন বলে আশা করেছিলেন । কিন্তু শেষ পর্যন্ত আনন্দমার্গ একাদশ একতরফা মাঠ দখল করে নেয়।ফলে সাধারন দর্শকদের মধ্যে বলতে শোনা যায় আনন্দমার্গ জয়ী হয়েছে খুশি লাগছে। কিন্তু সেই আনন্দ পাওয়া যায়নি ।পুরো ৯০ মিনিটের খেলায় ত্রিপুরা আশাপাড়া এফ সি এর খেলোয়াড় আক্রমণ করলেও খেলোয়াড়দের মধ্যে একটা ছন্ন ছাড়া ভাব ছিল।এদিন আনন্দমার্গ দলের হয়ে গোল করেন সোনাভাই চাকমা ৩টি ,ডেনিম , প্রণব সরকার ২টি করে এবং সঞ্জীব শীল , ডেবিট ডারলং১টি করে গোল করেন।আগামীকাল এই মাঠে খেলা হবে রবীন্দ্র নগর একাদশ বনাম সালফাহা ক্লাব ।
2023-09-20