আগরতলা, ১৫ সেপ্টেম্বরঃ “সেবা, সুশাসন ও গরীব কল্যানের” এর নয় বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, আগরতলা শাখার উদ্যোগে সিপাহীজলা জেলার কমলাসাগর কসবেশ্বরী মন্দির চত্তরে আয়োজিত তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শেষ হল শুক্রবার। এদিন স্থানীয় মহিলাদের মধ্যে পুষ্টি সচেতনতা তৈরিতে ‘পোষণ মা’ প্রকল্পের উপর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় মা ও শিশুদের পুষ্টি নিয়ে আলোচনা করেন চিকিৎসক কনক চৌধুরী এবং সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য। চিকিৎসক কনক চৌধুরী বলেন, একজন সুস্থ মা, একটি সুস্থ শিশু জন্ম দিতে পারে। দেশে অপুষ্টির হার ৩৮ শতাংশ। কেন্দ্র সরকার এই অপুষ্টির হার ২৫ শতাংশে কমিয়ে আনার লক্ষ্যে এই ‘পোষণ মা’ প্রকল্প নিয়েছে। তিনি শরীরের পুষ্টি বজায় রাখতে স্থানীয় ও মরশুমি ফল ও শাকসব্জীর উপর গুরুত্ব দিয়েছেন। সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য সুস্বাস্থ্যের জন্য কৃত্তিম জীবনযাপন পরিবর্তনের কথা বলেন। সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, আগরতলা শাখার ফিল্ড অফিসার সুদীপ্ত কর বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি জন সাধারনের সামনে তুলে ধরতে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যাতে সাধারণ মানুষ সরকারি প্রকল্প গুলির সুবিধা নিতে পারে। এদিন স্থানীয় মা ও শিশুদের মধ্যে সুস্থ শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় ১২০ জন মা শিশু অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় জনগনের উৎসাহ ছিল ব্যাপক।