ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। ত্রিবেনীর সামনে জয় ছাড়া অন্য কোন বিকল্প নেই। প্রথম ডিভিশন লিগ ফুটবলে শহর দক্ষিণের একমাত্র ক্লাব বলে ত্রিবেণী সংঘকে ঘিরে আলাদা একটা আবেগও কাজ করছে ফুটবল মহলে। আগামীকালের বিপক্ষ শুধু টাউন ক্লাব নয়, আরও দুদিন বাদে প্রতিপক্ষ লাল বাহাদুর ব্যায়ামাগার-কেও হারিয়ে সুপার ফোর নিশ্চিত করার বিষয়ে ত্রিবেণী সংঘ কোচ সহ খেলোয়াররা অনেকটাই অঙ্গীকারবদ্ধ। অ্যাস্ট্রোটার্ফে ফুটবলাররা কতটুকু উজাড় করে দিতে পারবে এখন সেটাই দেখার বিষয়। টানা চারটা ম্যাচ ধরে “জয়ের দেখা নাই” এই আপ্ত বাক্য ত্রিবেনীকে একটু হলেও কিন্তু চাপে রেখেছে। প্রথম দুটি ম্যাচে টানা জয়ের পর হারা ম্যাচ, ড্র ম্যাচ, হারা ম্যাচ, ড্র ম্যাচ – এই উঠানামা, খেলোয়ারদের কিছুটা ভাবিয়ে তুলছে। প্রতিপক্ষ টাউন ক্লাবও বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। সুপার ফোর নাগালের বাইরে হলেও এখন টার্গেট অবনমন বাঁচানো। লড়াই মূলতঃ বীরেন্দ্র ক্লাবের সঙ্গে। আগামী কালের ম্যাচে ত্রিবেনীর বিরুদ্ধে সাফল্য অর্জন করে পয়েন্ট পেতে পারলে অবনমন রেহাইয়ের দৌড়ে অনেকটা কাজে আসবে বলে টাউন ক্লাবের খেলোয়ার এবং কর্মকর্তারা মনে করছেন। সেই লক্ষ্যে মূলতঃ আগামীকাল জয়ের উদ্দেশ্যেই মাঠে নামবেন বলে দর্শকদের প্রত্যাশা।