তেহরি ওয়াটার স্পোর্টসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ধামি

নতুন তেহরি, ১১ সেপ্টেম্বর (হি.স) : টিএইচডিসি-র তত্ত্বাবধানে ওয়াটার স্পোর্টস কাপ আয়োজিত হবে। উদ্বোধন করবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

১৪ থেকে ১৭ সেপ্টেম্বর আইটিবিপি ক্যাম্পাস কোটি কলোনিতে এই তেহরি ওয়াটার স্পোর্টস কাপ আয়োজিত হবে। ওপেন ন্যাশনাল স্প্রিং-এর অধীনে কায়াকিং এবং ক্যানোয়িংয়ের সিনিয়র পুরুষ ও মহিলা চ্যাম্পিয়নশিপ এবং ৩৭তম কোয়ালিফায়ার জাতীয় গেমস-২০২৩ আয়োজন করা হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৪ সেপ্টেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।

১৫ সেপ্টেম্বর স্বাধীনতার অমৃত মহোৎসবের আওতায় কায়াকিং ও ক্যানোয়িং প্রতিযোগিতার পাশাপাশি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো হবে ১৬ সেপ্টেম্বর।কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতার পর পর্যটন মন্ত্রী সাতপাল মহারাজের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্ত্রী সুবোধ ইউনিয়াল, রেখা আর্যও এই কর্মসূচিতে অংশ নেবেন।