চন্দ্রবাবু গ্রেফতারির প্রতিবাদ উত্তাল অন্ধ্রপ্রদেশ, বিক্ষোভ দেখাতে গিয়ে আটক পবন কল্যাণ

বিজয়ওয়াড়া, ১০ সেপ্টেম্বর (হি.স): চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে আজও উত্তাল অন্ধ্র প্রদেশ। চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন অভিনেতা তথা জনসেনা পার্টির সভাপতি পবন কল্যাণ। আটক করা হয়েছে দলের প্রবীণ নেতা নাদেন্দলা মনোহরকেও।

শনিবার চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির পরই প্রতিবাদে সরব হন জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সমর্থন জানাতে হায়দরাবাদ থেকে বিজয়ওয়াড়ার দিকে রওনা দেন তিনি। কিন্তু পুলিশ তাঁর বিমানের উড়ানের অনুমতি না দেওয়ায় বাধ্য় হয়ে সড়কপথেই বিজয়ওয়াড়ার দিকে রওনা দেন। এনটিআর জেলায় তাঁর কনভয়কে দুইবার আটকানো হলে, তিনি গাড়ি থেকে নেমে মঙ্গলাগিরির দিকে রওনা দেন। সেখানেও পুলিশ পথ আটকালে অনুমানচিপাল্লীর রাস্তায় শুয়ে পড়েন পবন কল্যাণ। এরপরই পুলিশ তাঁকে আটক করে। জোর করে গাড়িতে তোলা হয়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের নেতা নাদেন্দলা মনোহরও। বিক্ষোভ-অশান্তি বাড়তেই তাঁদের আটক করে পুলিশ।

অন্ধ্র প্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, এনটিআর জেলায় বিক্ষোভ দেখাচ্ছিলেন জনসেনা পার্টির সমর্থকরা। অশান্তি সৃষ্টি করতেই তাঁদের আটক করা হয়।

সূত্রের খবর, পবন কল্যাণ সহ আটক নেতাদের বিজয়ওয়াড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে শনিবার ভোরেই গ্রেফতার হন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর বিরুদ্ধে অন্ধ্র প্রদেশ সরকারের স্কিল ডেভেলপমেন্ট স্কিমে ৩৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। নির্বাচনী প্রচার সেরে শনিবার ভোরে তিনি যখন ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময়ই তাঁকে গ্রেফতার করে সিআইডি। গতকাল স্বাস্থ্য পরীক্ষার পর আজ ভোররাতে টিডিপি প্রধানকে অ্যান্টি-কোরাপশন ব্যুরোর আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *