পাথারকান্দি (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইরপোয়া ব্লকের হাতিখিরা গ্রাম পঞ্চায়েতের সলগই বাগান লাগোয়া ৮ নম্বর ডিভিশনের শিববাড়ি সংলগ্ন নবনির্মিত পাকা কালভার্টে উলম্ব ফাটল ধরেছে। এ জন্য বর্তমানে সব ধরনের যানবাহন ওই পথে চলাচল বন্ধ, অভিযোগ স্থানীয়দের।
তাছাড়া ওই কালভার্ট নির্মাণের প্রায় তিন বছর পরও একপাশের অ্যাপ্রোচে আজও মাটি ভরাট করা হয়নি। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনগণকে। সরকারি কাড়ি কাড়ি টাকা ব্যয় করে নতুন করে তৈরি সেতুটি এখনও ব্যবহারযোগ্য হয়নি বলে ক্ষোভ স্থানীয়দের।
কালভার্টের গার্ডওয়ালে বিশাল বিশাল ফাটল ধরায় স্থানীযরা ওই কাজের সাথে যুক্ত ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজ করার অভিযোগ তুলেছেন। স্থানীয় বদ্ৰীনাথ গোয়ালা এবং অন্যরা বলেন, সরকারি টাকা খরচ করে এমন নড়বড়ে কালভার্ট তৈরি করে আখেরে জনগণের ক্ষতি করা হয়েছে। তাঁরা শীঘ্র কালভার্টটি মেরামত করে জনগণের চলাচল করার উপযোগী করতে সার্কল অফিসার, জেলাশাসক এবং বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন।