করিমগঞ্জ (অসম), ২ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জে একটি নৈশ বাস থেকে গাঁজা সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। ঘটনা আজ শনিবার সন্ধ্যার। ধৃত দুজনকে বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ গ্রামের অভিষেক কুমার এবং মনীশ কুমার বলে পরিচয় পাওয়া গেছে।
করিমগঞ্জ থেকে নৈশ বাসের যাত্রী হয়ে গুয়াহাটিতে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে বিহারের দুই মাদক পাচারকারী অভিষেক কুমার ও মনীশ কুমার। তাদের হেফাজত কাছ থেকে মোট ১২ প্যাকেটে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, আজ সন্ধ্যায় করিমগঞ্জ থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নেটওয়ার্ক ট্রাভেলসের যাত্রীবাহী ডিলাক্স বাস ছেড়েছিল। কিন্তু ওই দুই যাত্রীর চালচলনে সন্দেহ হয় বাস চালকের। এর পর শহর থেকে কিছু দূরে বাবা হোটেলের সামনে গাড়ি থামিয়ে ওই যাত্রীর লটবহরে তালাশি চালানো হয়। তালাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা স্টিলের পাইপ থেকে বের হয় প্যাকেট প্যাকেট গাঁজা। খবর দেওয়া হয় সদর থানায়। খবর পেয়ে বাবা হোটেলের সামনে ছুটে যান সদর ওসি নিজে।
পুলিশের তালাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৮ কেজি গাঁজা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই পাচারকারী নাকি জানিয়েছে, টাকার বিনিময়ে তারা গাঁজাগুলো ত্রিপুরা থেকে গুয়াহাটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে এগুলির মালিক তারা নয়।