লোকসভা নির্বাচনে বিএসপি একই লড়বে, এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোটকে বিঁধে জানালেন মায়াবতী

লখনউ, ৩০ আগস্ট (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি (বিএসপি) একই লড়বে। স্পষ্টভাবে জানিয়ে দিলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। একইসঙ্গে এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোটকে আক্রমণ করেছেন মায়াবতী। বুধবার মায়াবতী টুইট (এক্স) করে জানিয়েছেন, “এনডিএ এবং ‘ইন্ডিয়া’ জোট এমন দল নিয়ে গঠিত যারা দরিদ্র বিরোধী, বর্ণবাদী, সাম্প্রদায়িক, ধনীপন্থী, যাদের নীতির বিরুদ্ধে বিএসপি সবসময় লড়াই করেছে। তাই তাঁদের সঙ্গে জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও প্রশ্নই নেই।”

মায়াবতী এদিন অনেকগুলি টুইট করেছেন, তাতে তিনি জানিয়েছেন, “যদিও, বিএসপি-র সঙ্গে জোট করার জন্য এখানে সবাই আগ্রহী, কিন্তু তা না করার জন্য, বিরোধীরা বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ করেছে। যদি তাঁদের সঙ্গে আপনি দেখা করেন তবে আপনি ধর্মনিরপেক্ষ, আপনি যদি দেখা না করেন তবে আপনি বিজেপি। এটি চরম অন্যায় এবং যদি আঙ্গুর পাওয়া যায় তবে ভাল, অন্যথায় আঙ্গুর টক, প্রবাদটির মতো।”