যারা দেশের জন্য কাজ করেন, প্রধানমন্ত্রী মোদী সবসময় তাদের উৎসাহ দেন : তোমর

নয়াদিল্লি,২৬ আগস্ট (হি.স) : যারা দেশের জন্য কাজ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় তাদের উৎসাহ দেন। শনিবার সাংবাদিক ‍বৈঠকে একথা বলেন কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তোমর বলেন, আজ ‍ গ্রীস থেকে ফিরে আসার পরে, প্রধানমন্ত্রী চন্দ্রযান-৩ মিশনে নিযুক্ত বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে সরাসরি বেঙ্গালুরু যান। এর থেকেই বোঝা যায় যে, যারা দেশের জন্য কাজ করেন তাদের প্রধানমন্ত্রী সম্মান করেন এবং উৎসাহিতও করেন। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে উৎসাহিতও হয়েছেন বিজ্ঞানীরা। এটি বিজ্ঞানীদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার চন্দ্রযান-৩-এ অংশগ্রহণকারী বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে বেঙ্গালুরু যান। সেখানে ইসরোর প্রধান এস সোমনাথ এবং মিশনের সঙ্গে জড়িত অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গেও দেখা করেন মোদী। তাদের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী ।