লখনউ, ২১ আগস্ট (হি.স) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সোমবার এমএসএমই আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন, একটা সময় যেখানে বুলেট থাকত এখন সেখানে এশিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর তৈরি হচ্ছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমগ্র রাজ্যের সঙ্গে অযোধ্যার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি ভাষণ দেওয়ার সময় বিরোধীদের আক্রমণ করেন। তবে কারো নাম না করে তিনি বলেন, রাজ্য সরকার এশিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর তৈরি করেছে যেখানে আগে গুলি চলত। যেখানে আন্দোলন হতো সেখানে সরকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে তৈরি করেছে।
মুখ্যমন্ত্রী যোগী সোমবার লোক ভবনে বিশ্ব উদ্যোক্তা দিবস উপলক্ষে, মাইক্রো এন্টারপ্রাইজ ইউনিটগুলিকে আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করেন। প্রকল্পটির নাম ‘মুখ্যমন্ত্রী মাইক্রো উদ্যোক্তা দুর্ঘটনা বীমা প্রকল্প’ । এই প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানা গিয়েছে। এরসঙ্গে পিএলইডিজিই পার্ক স্কিমের অধীনে ঝাঁসি, হাপুর এবং সম্বল জেলায় ব্যক্তিগত শিল্প পার্কগুলির বিকাশের জন্য বিকাশকারীদের প্রথম কিস্তি হিসাবে ১,১৩৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন, উত্তরপ্রদেশ দেশের সবচেয়ে জনবহুল রাজ্য। ছয় বছর আগে এটি ‘বিমারু’ প্রদেশ নামে পরিচিত ছিল। উত্তরপ্রদেশের নাম শুনলেই মানুষ ভয় পেয়ে যেত। গত এক সপ্তাহে কয়েকটি সমীক্ষায় উত্তরপ্রদেশের বর্তমান অবস্থা, তার পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন গন্তব্য রাজ্য হিসেবে উঠে এসেছে। প্রধানমন্ত্রী মোদীর সুদক্ষ নির্দেশনায় এটি সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, উত্তরপ্রদেশে উত্তর ভারতের সবচেয়ে বড় ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে। উত্তরপ্রদেশের ফিল্ম সিটি মুম্বই পর্যন্ত শোনা যায়। এতে সবাই আকৃষ্ট হয়। ত্রিশ কোটি পর্যটক শুধুমাত্র উত্তরপ্রদেশে ধর্মীয় স্থান পরিদর্শন করতে আসে।
সোমবার এমএসএমই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসএমই-র মন্ত্রী রাকেশ সচন, মুখ্য সচিব দুর্গাশঙ্কর মিশ্র প্রমুখ।

