স্বাধীনতা দিবসে ভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মী অমর দত্ত

আগরতলা, ১৬ আগস্ট।। ৭৭ তম স্বাধীনতা দিবসের পূন্য লগ্নে অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মী উদ্যোগ নিলেন নিজ এলাকার অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মীদের সাথে পুনর্মিলন, বৃক্ষরোপণ এবং সম্মান প্রদান করার। বামুটিয়ার রথখোলা গ্রামের আরক্ষা দপ্তর থেকে অবসরপ্রাপ্ত অমর দত্ত এই উদ্যোগ গ্রহণ করেন নিজ বাড়িতে।

 আরক্ষা দপ্তর থেকে অবসর গ্রহণ করার পর বৃহৎ অংশের অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মীরা নিজ বাড়িতে ব্যবসা বাণিজ্য শুরু করা, পরিবারকে সময় দেওয়া অথবা বিকল্প কোন রোজকারের সাথে যুক্ত হতে দেখা যায়। বেড়ীমুড়ার রথখোলা গ্রামের অমর দত্ত আরক্ষা দপ্তরে নিজের কর্তব্য থেকে অবসর গ্রহণ করার পর উদ্যোগ নিলেন ব্যতিক্রমী। মঙ্গলবার স্বাধীনতা দিবস উদযাপনের লগ্নে নিজ গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের আরক্ষা দপ্তর থেকে অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিলেন তিনি। মঙ্গলবার রথখোলা গ্রামের নিজ বাড়ির উঠানে এই অনুষ্ঠানে আয়োজন করেন তিনি। তিনি বলেন দীর্ঘদিন পর নিজেদের মধ্যে মতবিনিময় কথা বলা এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। উনার ব্যক্তিগত উদ্যোগে অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মীদের হাতে লাঠি প্যাড এবং কলম তুলে দেন তিনি। তিনি আহ্বান করেন আরক্ষা কর্মীরা অবসর গ্রহণের সাথে সাথেই বন্দুক ছেড়ে বাড়িতে এসেছেন। বর্তমানে এই লাঠি দিয়ে সমাজের মঙ্গলার্থে সৎ কাজ করার উদ্দেশ্যেই তিনি এই লাঠি অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মীদের হাতে তুলে দিয়েছেন। এই উদ্যোগ আগামী দিনেও আরো সুন্দরভাবে বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে বলে জানান অমর দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *