কলকাতা, ১৬ আগস্ট (হি স)। হাসপাতালে ভর্তি করতে হল অসুস্থ বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্র। বুধবার শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।
আলিমুদ্দিন সূত্রে খবর, আচমকা বুকে ব্যাথা শুরু হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত শারীরিক পরীক্ষার জন্য কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, দলের আর এক নেতা, তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্প্রতি বেশ কদিন চিকিৎসার পর বাড়ি ফিড়ে গিয়েছেন।