বাইক দূর্ঘটনায় গুরতর আহত তিন যুবক

আগরতলা,১৫ আগস্ট: শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত হয়েছে তিনজন যুবক।দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। আহতরা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে

ঘটনার বিরবনে জানা যায়, মঙ্গলবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০১ এ জে ৬২১৩ নাম্বারের বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে।ঘটনায় বাইকে থাকা উদয় মারাক (১৮), শুভঙ্কর মারাক (১৮), মনদীপ মারাক( ১৭)তিনজন জাতীয় সড়ক ছিটকে পড়ে। তাতে তিনজন গুরতর আহত হয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *