গন্ডাছড়াতে অনুষ্ঠিত বিশাল বাইক রেলি 

আগরতলা, ১৩ আগস্ট : প্রদেশ যুব মোর্চার নির্দেশ অনুসারে  ১৩আগষ্ট বিশাল বাইক রেলী মধ্যে দিয়ে বর্ণাঢ়্য উৎসবের এর মধ্যে দিয়ে  যারা ভারতবাসীকে রক্ষা করতে জীবন বলি দান দিয়েছেন  সেই শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।রবিবার গন্ডাছড়া মহকুমার ৪৪রাইমাভ্যালী যুব মোর্চার উদ্যোগে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায়  হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে এক বাইক রেলীর মাধ্যমে গন্ডাছাড়া মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে নারায়ণপুর সরমা ফিসেরি হিলিপেট মাঠে এসে মিলিত হয়। সেখানে ভারতবাসীকে রক্ষা করতে   যারা প্রাণ দিয়েছেন সেই বীর শহীদের প্রতি  শ্রদ্ধা জানিয়ে প্রদীপ উজ্জ্বলন করা হয়। শহীদ দের প্রতিকৃতিতে মাল্যদান  দান করে ১ মিনিটের নীরবতার দিয়ে মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার যুব মোর্চার সভাপতি রঘুনাথ লোধসহ অন্যান্যরা।  ৪৪  রাইমাভ্যালী যুব মোর্চার সভাপতি  সজল মল্লিক  ৪৪রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, ধলাই জেলার জনজাতি মোর্চার  অন্যতম সদস্য, ধলাই জেলার  সহ সভাপতি  নিকাশ চাকমা , জনজাতি মোর্চার সভাপতি  খজেন রিয়াংমহিলা মোর্চার সভানেএী বর্ণা দাস মন্ডল ও অন্যান্য নেএীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *