মুম্বই, ৩ জুলাই (হি. স.) : পুনে জেলার মুম্বই-পুনে মহাসড়কের বোরঘাট এলাকায় দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, এদিন সকাল ৮টা নাগাদ মুম্বই-পুনে মহাসড়কের বোরঘাট পুলিশ পোস্টের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় এক ট্রাকের চালক নিহত ও অপর চালক আহত হয়েছেন। কাচ বোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় পড়ে যায়। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, বুধবার সেখান থেকে কিছুটা দূরে খান্দালা ঘাটে একটি কন্টেইনার ধাক্কা খেয়ে উল্টে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গতকালও যানজট ছিল। এভাবে টানা দুই দিন যানজটের কারণে চরম বিপাকে পড়েছেন চালকরা।