নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): দিল্লি সার্ভিস বিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধীরা। আম আদমি পার্টি হোক অথবা কংগ্রেস-সমস্ত দলই এই বিলের তীব্র বিরোধীরা করেছে। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বলেছেন, “দিল্লি সার্ভিস বিল দিল্লির মানুষের অধিকার কেড়ে নেবে। তাছাড়া, মনে হচ্ছে শাসকদল বিজেপি দিল্লি সার্ভিস বিল নিয়ে আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।”
সিপিআই নেতা বিনয় বিশ্বম বলেছেন, “দিল্লি (সার্ভিস) বিল ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে একটি বিল। এই বিলটি বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি আমাদের সংবিধানের প্রতি কতটা অসংবেদনশীল। আমরা এই বিলের বিরোধিতা করব।” শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, “আমরা এই বিলের বিরোধিতা করব। কারণ এই বিল একটি নির্বাচিত গণতন্ত্র এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে।”
রাষ্ট্রীয় জনতা দলের নেতা মনোজ কুমার ঝা বলেছেন, “আমি বারবার বলেছি, এটা শুধু দিল্লির জন্য নয়। তাঁরা (বিজেপি) গোটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করার চেষ্টা করছে। কাউকে রেহাই দেওয়া হবে না।”