বিএসএফের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত লংতরাইভ্যালীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ লংতরাইভ্যলি মহকুমার ছামনু ব্লকের অধীন হাজিরাই চৌধুরীপাড়া মোহন বিওপি ক্যাম্প এবং পূর্ব মালিধর বর্ডার এলাকার উপজাতিদের নিয়ে ৭৫  তম সীমান্ত গ্রাম ক্রান্তিবীর কে নাম উদযাপন উপলক্ষে বিএসএফ এবং বিভিন্ন লাইন ডিপার্মেন্ট এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ এই ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, ভলিবল, কাবাডি, দড়িঁটানা টানি, খরমপা, সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়৷ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় সান অধিকারী দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়৷ এই অনুষ্ঠানে মহকুমা শাসক, এলাকার বিধায়ক,বিডিও,এস,ডি,পি ও সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷এতে এলাকার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *