দেশে কয়লার কোনও অভাব নেই, লোকসভায় জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): দেশে কয়লার কোনও অভাব নেই। বৃহস্পতিবার লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি লোকসভায় লিখিত উত্তরে জানিয়েছেন, ২০২২-২৩ সালে সর্বভারতীয় কয়লা উৎপাদন ৮৯৩ মিলিয়ন টনের বেশি ছিল, যা গত বছরের তুলনায় প্রায় ১৪.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রক কর্তৃক একটি পাঁচ-মুখী কৌশল গ্রহণের ফলে হাইড্রোকার্বনের ওপর আমদানি নির্ভরতা হ্রাস পাচ্ছে বলে জানান তিনি। মন্ত্রক দেশীয় উৎপাদন বৃদ্ধি, জৈব জ্বালানি ও নবায়নযোগ্য গ্রহণ, শক্তি দক্ষতার নিয়মাবলী গ্রহণ এবং শোধনাগার প্রক্রিয়ার উন্নতি এবং চাহিদা প্রতিস্থাপনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। মন্ত্রী জানান, হাইড্রোকার্বন অন্বেষণ এবং লাইসেন্সিং নীতি ও সাশ্রয়ী মূল্যের পরিবহন উদ্যোগের দিকে সুস্থায়ী বিকল্প ব্যবসা করার সহজতাকে উন্নীত করবে এবং সংকুচিত বায়োগ্যাস উৎপাদনের জন্য একটি ইকোসিস্টেম তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *