জাতীয় জুনিয়র দাবার জন্য রাজ্য দল গঠন ২৯-৩০ জুলাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর গুজরাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ১৯ দাবা প্রতিযোগিতা। এই লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ জুলাই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচনী প্রতিযোগিতা। এই নির্বাচনী প্রতিযোগিতা থেকেই জাতীয় দলের নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক দাবারুদের ৫০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দেওয়ার জন্য সংস্থার অফিস গৃহে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। নাম জমা দিতে হবে ২৮ জুলাইয়ের মধ্যে। এক্ষেত্রে ৬০ প্লাস ৩০ বাছাই পর্ব হবে এবং খেলোয়াড়দের এআইসিএফ আইডি ২০২৩-২৪ বছরে আপডেট থাকা বাধ্যতামূলক। আসরের খেলা পরিচালনা করবেন জাতীয় আরবিটার অনুপম ভট্টাচার্য। অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *