ভাইরাল হওয়ার নেশায় রেললাইনে রিল শুটিং মহিলার, ধৃত মা-মেয়ে

আগ্রা, ২৫ জুলাই (হি. স.) : উপার্জন এবং চমক দিতে আজকাল মানুষ রিল এবং ভিডিয়ো বানাতে ব্যস্ত। তাতে কী-ই না করছে। লাইক আর ভাইরাল হওয়ার নেশায় নিজের জীবনের পরোয়াও করে না। এই অপরাধেই মঙ্গলবার পুলিশ গ্রেফতার করল মা ও মেয়েকে।

বিপজ্জনক জায়গায় বিপজ্জনক স্টান্ট করা এবং ভিডিয়ো করার ঘটনা প্রতিদিন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। প্রায় প্রতিদিনই এমন অনেক ঘটনা চোখে পড়ে। এবার তাতে এমন একটি ভিডিয়ো ভাইরাল ছড়িরে পড়েছে, যা দেখলে আপনিও রেগে ফেটে পড়বেন। এক মহিলাকে রেললাইনের উপর নাচতে দেখা যাচ্ছে। এটাই প্রথম নয় যে, এমন ভিডিয়ো আগেও হয়েছে। মানুষ রেললাইনে ভয়ানকভাবে রিল করেছে। তার জন্য যথাযত ব্যবস্থাও নিতে দেখা গিয়েছে পুলিশকে।

ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন মহিলা রিল তৈরি করার জন্য রেললাইনের মতো বিপজ্জনক জায়গা বেছে নিয়েছেন। প্রাণের তোয়াক্কা না করে মহিলা রেললাইনে নেমে নাচতে শুরু করেন। তখন তার মেয়ে সেটির ভিডিয়ো তৈরি করছেন। এমন পরিস্থিতিতে ট্রেন এলে বা কোনও দুর্ঘটনা ঘটলে তার জন্য সরাসরি দায়ী করা হবে রেল প্রশাসনকে। অথচ মানুষ নিজেরাই নিজেদের জীবনকে বিপদে ফেলার চেষ্টা করে। ফলে এই ভিডিয়ো ছড়িয়ে হতেই পুলিশ তাদের গ্রেফতার করে।

মূল ঘটনাটি সোমবারের, আগ্রা ফোর্ট রেল স্টেশনের। ওই মহিলার নাম মীনা সিং। ভিডিয়োটি ভাইরাল হলে পুলিশ মা-মেয়ে দুজনকে খুঁজে বের করে মঙ্গলবার তাদের হেফাজতে নেয়। এরপর তাদের দু’জনের বিরুদ্ধে রেল আইন ১৪৫ ও ১৪৭ ধারায় ব্যবস্থা নেওয়া হয়। ভিডিয়োটি ছড়িয়ে পড়ায় অনেকে মন্তব্যে ক্ষোভ প্রকাশও করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *