আগরতলা, ২৫ জুলাই (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ। এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর সীমান্তে নাকা চেকিং এর সময় বিএসএফের হাতে উদ্ধার ২০০টি এসকফের বোতল। সাথে একটি গাড়িকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ দুপুর ১ টা নাগাদ এয়ারপোর্ট থানায় খবর আসে ভাগলপুর সীমান্তে নাকা চেকিং এর সময় সন্দেহজনক একটি গাড়িকে আটক করেছেন বিএসএফের জওয়ান। তখন গাড়িতে তল্লাশি চালিয়ে ২০০টি এসকফের বোতল উদ্ধার করেছে। কিন্তু গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে গিয়ে ২০০টি এসকফের বোতল সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানায় এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানান তিনি।