নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষ্যে রবিবার উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বহু পড়ুয়াকে ডিগ্রি প্রদান করেন। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দেশ গঠনে মানবসম্পদ একটি গুরুত্বপূর্ণ উপাদান। উপ-রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া সমাজের কল্যাণের জন্য । দেশ গড়তে মহিলাদের ক্ষমতায়ন জরুরি।
উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় আরও বলেছেন, “গণতন্ত্র হলো সংলাপ, আলোচনা এবং বিতর্কের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা। নিশ্চয়ই, গণতন্ত্র বিঘ্নিত হতে পারে না। গণতন্ত্রের মন্দিরকে কলঙ্কিত করার কৌশলগত উপায় হিসাবে বিঘ্ন ও অশান্তিকে হাতিয়ার করা হয়েছে, যা জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কার্যকর নয়। দেশের জনগণকে এ জন্য একটি বড় মূল্য দিতে হচ্ছে… একটি নির্দিষ্ট দিনে সংসদে ব্যাঘাত ঘটলে প্রশ্নোত্তর হতে পারে না। প্রশ্নোত্তর হল প্রশাসনে জবাবদিহিতা এবং স্বচ্ছতা তৈরি করার একটি প্রক্রিয়া।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ভারত সেইসব দেশের জন্য সারা বিশ্বের কাছে সেতুর ন্যায় কাজ করবে, যে দেশগুলির কাছে জামিয়া মিলিয়ার মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

