কলকাতা, ২২ জুলাই (হি. স.) : শনিবার লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল এরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির হতে চলেছে। জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং শুরু হবে আগস্টের প্রথম সপ্তাহে। ইভিএম সহ লোকসভা ভোটের খুঁটিনাটি নিয়ে বৈঠকে আলোচনা হবে। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে জেলায় জেলায় ভোটার তালিকা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার কাজ। আগামী ১৯ আগস্ট রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের তিন জন ডেপুটি নির্বাচন কমিশনার। ২০২৪ লোকসভা নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখতেই তাঁরা এরাজ্যে আসছেন বলে কমিশন সূত্রে খবর।
ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জনের কাজ, ইভিএমের ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজ কতটা হয়েছে তা খতিয়ে দেখা হবে। ডেপুটি ইলেকশন কমিশনার নীতিশ কুমার ভ্যাস, ধর্মেন্দ্র শর্মা সহ আরও ১ জন ডেপুটি কমিশনার আসবেন বলে জানা গিয়েছে।আগামী বছর ১৬ মে বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে। ২০১৯ সালে এপ্রিল-মে মাসে গত লোকসভা নির্বাচন হয়েছিল। সংবিধানের ৮৩ নম্বর ধারা অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর লোকসভা নির্বাচন হয়। সেই মতো আগামী বছরের এপ্রিল-মে মাসে লোকসভা ভোট হওয়ার কথা। অর্থাৎ হাতে মাত্র দশ মাস সময় রয়েছে।
ইতিমধ্যে লোকসভা নির্বাচনে দুই মূল প্রতিদ্বন্দ্বী দেশের বর্তমান শাসকপক্ষের এনডিএ ও বিরোধী পক্ষের ইন্ডিয়া লোকসভা ভোটকে মাথায় রেখে তাঁদের প্রথম ধাপের বৈঠক করেছে। এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রিটক ও নব গঠিত ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স তাঁদের পরবর্তী রণ কৌশল সাজাচ্ছে।

