জলযন্ত্রণা থেকে মুক্তি নেই দিল্লিবাসীর, ওঠানামা করছে যমুনার জলস্তর

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): দিল্লিতে যমুনার জলস্তর কখনও বাড়ছে, কখনও আবার কমছে। তবে রাজধানীর বাসিন্দারা জল-যন্ত্রণা থেকে এখনও মুক্তি পাননি। আবহাওয়া দফতরের পূর্বভাস, আগামী কিছু দিন ভারী বৃষ্টি চলবে রাজধানী দিল্লিতে। খাল, নালা ইত্যাদি এমনিতেই যমুনার জলে পরিপূর্ণ। তার মধ্যে এই বৃষ্টির পূর্বাভাসে চিন্তা বাড়ছে প্রশাসনের।

দিল্লি সরকারের মন্ত্রী অতিশী মারলেনা ইতিমধ্যেই বলেছেন, আগের থেকে কিছুটা নেমেছে যমুনার জলস্তর। তবে এখনও বিপদসীমার উপর দিয়েই বইছে যমুনা। সোমবার সকাল আটটা নাগাদ যমুনায় জলস্তর ছিল ২০৫.৫০ মিটার, সকাল ৯টা নাগাদ যমুনার জলস্তর বেড়ে ২০৫.৫৮ মিটারে পৌঁছে যায়। যমুনার জলে এখনও জলমগ্ন দিল্লির নানা অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *