শ্রীনগর, ১৫ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে জম্মু ও কাশ্মীরে জমি দেওয়া হচ্ছে না কোনও বহিরাগতকে। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। একইসঙ্গে তিনি বলেছেন, যারা অবৈধভাবে জমি দখল করেছে, তাঁদের জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করতে হবে। শনিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার ডাক বাংলোতে একটি অনুষ্ঠানে উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, অনেক মানুষ তাঁর কাছে এসে বলেন, তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য কিন্তু তাদের কোনও জমি নেই।
মনোজ সিনহার কথায়, “প্রশাসন তাই পর্যালোচনা করে এই ধরনের পরিবারগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৫ মালরা জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তাঁরা নিজস্ব বাড়ি তৈরি করতে পারেন। এ পর্যন্ত গৃহহীন পরিবারের জন্য ১,৯৯৫০০টি বাড়ি মঞ্জুর করা হয়েছে। এই পরিসংখ্যানে ৪৬,০০০ এসসি এবং এটি শ্রেণীর পরিবার রয়েছে, যারা এই প্রকল্পের জন্য যোগ্য ছিল এবং ২,৭১১ পরিবার যাদের কোনও জমি ছিল না। মনোজ সিনহা আরও বলেন, “দুর্ভাগ্যবশত, কিছু মানুষ বহিরাগতদের জমি দেওয়া হচ্ছে বলে দাবি করে জনগণকে বিভ্রান্ত করছে। জম্মু ও কাশ্মীরে কোনও বহিরাগতকে জমি দেওয়া হচ্ছে না।”