উদয়পুরে প্রাইজমানি দাবা প্রতিযোগিতা ২২শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই।।প্রাইজমানি দাবা প্রতিযোগিতা ২২ জুলাই। মহকুমা দাবা সংস্থার উদ্যোগে। সহযোগিতায় মেট্রিক্স চেস আকাদেমি। খেলা হবে মহকুমা থানার বিপরীতে সোপিং কমপ্লেক্সের দ্বিতলে। ওই দিন সকাল সাড়ে ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৫ রাউন্ডের আসর হবে। তাতে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২০০ টাকা এন্ট্রি ফি সহ ২০ জুলাই এর মধ্যে নাম জমা দিতে হবে। নাম জমা দিতে হবে মনোরাজ সরকার (‌৮২৫৯৮০৪৮৩২) বা কিরীটী দত্ত-‌র (‌৭০০৫২৯১৯৭৬) কাছে। আসরের প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া অনূর্ধ্ব-‌৭,৯,১১ ও ১৩ বিভাগের প্রথম ৩ স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। মহকুমা দাবা সংস্থার সভাপতি জয়পদ সাহা জানান,”মহকুমার দাবাড়ুদের উন্নতির কথা মাথায় রেখে এখন থেকে প্রতি মাসেই হবে ওই আসর। এর প্রথম পদক্ষেপ হিসাবে ২২ জুলাই হবে আসর। বিশ্বাস করি, এতে লাভবান হবে মহকুমার দাবাড়ুরা”। খেলা পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়।‌‌‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *